আদমদীঘিতে লাম্পিস্কিন রোগে গরু আক্রান্ত, খামারিদের মাঝে আতংক

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৪ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০১:৩০

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় গরুর লাম্পিস্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে এ রোগে শতাধিক গরু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রোগের প্রয়োজনীয় প্রতিষেধক না মেলায়  উপজেলার খামারি ও কৃষকদের মাঝে আতংক দেখা দিয়েছে। 

উপজেলা প্রাণীসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ১ হাজার ৬১টি গরুর খামার, ৫টি ডেইরি ফার্ম এবং বিভিন্ন কৃষকের গোয়ালে দেশী জাতের গরু রয়েছে ৫৪ হাজারের অধিক। সংকর জাতের গরু রয়েছে প্রায় ৩০ হাজার। খামারি ও কৃষকরা জানিয়েছে,গরুর শরীরে প্রচন্ড জ্বর,চামড়ায় বসন্তের মতো দাগ এবং গরু খাওয়া দাওয়া ছেড়ে দুর্বল হয়ে মারা যাচ্ছে। 

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম জানান, ঔষধ সংকট রয়েছে। ঔষধের চাহিদা জানিয়ে উর্দ্ধতন কর্তপক্ষকে চিঠি দেয়া হয়েছে। আপাতত আক্রান্ত গরুকে ভিটামিন সি-জাতিয় খাবার এবং নিয়মিত জ্বরের ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন খামারি ও কৃষকদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত