আদমদীঘিতে যুবকের আত্মহত্যা 

  আদমদিঘী বগুড়া প্রতিনিধিঃ

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১৮:৫৫ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০০

বগুড়ার আদমদীঘিতে মানসিক ভারসাম্যহীন হৃদয় নামের এক যুবক তার নিজ শয়ন ঘরে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। এঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামের আব্দুল মসজিদের ছেলে হৃদয় (২০) বিগত দুই তিন বছর পূর্ব থেকে মানসিক রোগের ভুগছিলেন। 

মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।পরিবারের লোকজন জানতে পেয়ে হৃদয়কে উদ্ধার করে নওগাঁর রানীনগর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদশন করে লাশ ময়না তদন্ত ছাড়া পরিবারের নিকট দাফনের অনুমতি দেন। 

আদমদীঘি থানা এসআই আবু হাসান লাশের সুরতহাল শেষে জানান, হৃদয় মানসিক ভারসাম্যহীন ছিল এবং বাদী না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত