আদমদীঘিতে মৎস্য চাষীদের মাঝে মিনিট্রাক ও ভাসমান খাদ্য মেশিন হস্তান্তর

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১৯:৪২ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ১০:৫৪

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন সিআইজি মৎস্য সমবায় সমিতি লিঃ এর মাঝে মৎস্য খাদ্য পরিবহনযোগ্য মিনিট্রাক ও উপজেলা মৎস্য উৎপাদনকারী (পিও) সমবায় সমিতি লিঃ এর মাঝে মাছের ভাসমান খাদ্য মেশিন হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা চত্ত¡রে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরের অঙ্গের আওতায় মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচারক তোফাজ উদ্দিন আহম্মেদ মিনিট্রাক ও মাছের ভাসমান খাদ্য মেশিন হস্তান্তর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা মৎস্য উৎপাদনকারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত