আদমদীঘিতে মাতৃপুজা ও মহিষাসুরমর্দিনী নাটক মঞ্চায়ন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:০২ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৬:১৪
মায়ের প্রতি ভক্তিশ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে মাতৃপূজা ও মহিষাসুরমর্দিনী নাটক মঞ্চায়ন করা হয়। মা অতি মায়াভরা একটা শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ মা। যে শব্দের মধ্যে পৃথিবীর সকল সুখ শান্তি, আনন্দ, ভালবাসা এবং সকল মায়া জড়িত। পৃথিবীতে একটাই মাত্র শব্দ যে শব্দের কথা মনে করলে সকল প্রকার দুঃখ, কষ্ট মূর্হুতের মধ্যে বিলিন হয়ে যায়। একজন সন্তানের জনক মা। একজন মা দীর্ঘ ১০ মাস ধরে তার গর্ভে সন্তানকে লালন করার পর একটা সন্তান জন্ম দিয়ে থাকেন। এই সময়টা প্রতিটি মায়ের জন্য অনেক কষ্টকর একটা সময়। একজন মা তার নিজের জীবনের সর্বস্ব দিয়ে ভালবাসেন তার সন্তানকে। সন্তানের মঙ্গল কামনায় নিজের জীবনটা অনায়াশে বিসর্জন দিতে পারেন একজন মা। আর সেই মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালবাসা জানাতে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা মাতৃপুজার আয়োজন করে। শিশু, কিশোর, যুবক সহ সকল বয়সী সন্তানরা মায়ের প্রতি ভক্তি ও ভালবাসা জানাতে রবিবার মহালয়ার দিন সন্ধ্যায় আদমদীঘির তালশন মৈত্র বাড়ী খলিয়ানে মাতৃপূজা ও মহিষাসুরমর্দিনী নাটক মঞ্চায়ন করা হয়। এ সময় এলাকার শত শত সন্তানরা মায়ের পায়ে প্রণাম জানিয়ে ভক্তি ও ভালবাসায় স্নিগ্ধ হন।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বাদল কুমার মৈত্রের সভাপতিত্বে ও তালশন কালিবাড়ী কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্রের সঞ্চালনায় মাতৃপুজা ও মহিষাসুরমর্দিনী নাটক মঞ্চায়নের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আদমদীঘি উপজেলা সভাপতি অরুন কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, অধ্যাপক গোলাম মোস্তফা, পুজা উদযাপন পরিষদের নেতা অলোক মৈত্র ব্যাটেল, সুভাষ সরকার, ইউপি সদস্য এনামুল হক শাহ্ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত