আদমদীঘিতে মহান বিজয় দিবস পালিত
 আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
                                    
                                    প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:৩৩ | আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২১:৩৫
 
                                        
                                    বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মজিববর্ষ উপলক্ষে এবারের বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্প্রতিবার সুর্যোদয়ের সাথে সাথে ৫০বার তোপধবনি,বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পন,বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
সকাল সাড়ে ৮টায় আইপিজে স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহন,মুক্তিযোদ্ধা,পুলিশ,আনছার বাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ,ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার এমপি নূরুল হুদা তালুকদার, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি-দুঁপচাচিয়া থানার অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ, বগুড়া জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,আবির উদ্দীন খান প্রমূখ।
দিবসটি উদযাপন কল্পে বিভিন্ন সরকারি,বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,শহিদ বীরমুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনা,বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত,মন্দির গুলোতে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ও রাষ্ট্র পুর্নগঠন বিষয়বস্তুর উপর রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এর মধ্যে সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনী ছাত্রী মোবাসছিরা খানম প্রথম স্থান অধিকার করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            