আদমদীঘিতে মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন যারা
 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
                                    
                                    প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ২০:২৮ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪১
 
                                        
                                    পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৮ ও সাধারন সদস্য পদে ২১৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। রবিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
যারা মনোনয়ন পত্র প্রত্যাহার করেন এরা হলো চেয়ারম্যান পদে সান্তাহার ইউনিয়নের এরশাদুল হক টুলু, সাজেদুল ইসলাম চম্পা, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হাফিজুল তালুকদার বেলাল, আদমদীঘি সদর ইউনিয়নের শফিকুল ইসলাম খান (লিখন), ফাহিম হোসেন এবং নশরতপুর ইউনিয়নের মোহাম্মাদ রাশেদ। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে নশরতপুর ইউনিয়নের ২ জন এবং সাধারণ সদস্য পদে সান্তাহার ইউনিয়নের ১ জন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৩ জন, আদমদীঘি ইউনিয়নের ৩ জন, নশরতপুর ইউনিয়নের ৪, কুন্দগ্রাম ইউনিয়নের ৩ ও চাঁপাপুর ইউনিয়নের ১ জন প্রত্যাহার করে নেন। আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১ লাখ ৩৭ হাজার ১৬১ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৬৮ হাজার ৯৫৯ জন ও নারী ভোটার ৬৮ হাজার ২০২ জন। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র সান্তাহার ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে এবং বাকি ৫ ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে আগামী ৫ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            