আদমদীঘিতে মদপানে যুবকের মৃত্যু
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১৮:০৯ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:২২
বগুড়ার আদমদীঘিতে মাত্রারিক্ত মদপান করার কারনে রায়হান আলী (৩৩) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। রায়হান আলী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ডুমুরীগ্রামের ফজলুল হকের ছেলে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়াদুদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রায়হান আলী আদমদীঘির মুরইল বাজারে কনফেশনারী ব্যবসা করেন। বৃহ্স্পতিবার দুপুরে অতিরিক্ত মদপান করে রায়হান বাড়ি আসেন। বাড়িতে এসে সে অসুস্থ হয়ে তার ঘরে ছটফট করতে থাকেন। এ সময় রায়হান আলীর মা শেফালী বেগম স্বজনদের খবর দিলে তারা অসুস্থ রায়হান আলীকে প্রথমে একটি ক্লিনিকে ও পরে রাত নয়’টার দিকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে শারীরিক অবনতি ঘটলে রাত ১১ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত আড়াই টায় মারা যান রায়হান আলী। আদমদীঘি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.ফজলে রাব্বী জানান, অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে সে এখানে ভর্তি হয়েছিল। তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত