আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, অর্থদন্ড

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ১৯:৫৩ |  আপডেট  : ২৭ মার্চ ২০২৪, ১৭:০৩

বগুড়ার আদমদীঘিতে লকডাউন চলাকালীন সময়ে দোকান খোলা রাখা, অবাধে যানবাহন চালানোসহ স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করার অপরাধে ভ্রাম্যমান আদালত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকজনের পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন এ সকল অর্থদন্ড করেন। 

আদালত সূত্র জানা যায়, মঙ্গলবার দুপুরে বার উপজেলার চাঁপাপুর বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় দোকান খোলা রাখা, করে মাস্ক ব্যবহার না করা ও মটরযান চালানোর অপরাধে মোট পাঁচ হাজার টাকা অর্থ দন্ড করেন। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন বলেন, লকডাউন চলাকালীন সময়ে আদালতের অভিযান অব্যাহত থাকবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত