আদমদীঘিতে ভ্যানচালক হত্যা মামলায় প্রদুল গ্রেফতার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১৯:৩২ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৪, ১১:১৫

বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর-কড়ই রাস্তার ধনতলা নামক স্থানে ভ্যানচালক শামীম হোসেন কে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে চার্জার ভ্যানগাড়ী ছিনতাইয়ের মামলার এক মাস পর প্রদুল সাহা (৩৬) নামের এক ব্যক্তিকে সন্দেহেমূলক ভাবে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছে আদমদীঘি থানা পুলিশ। মামলার তদন্তকারী অফিসার এসআই ফজলুর রহমান ও ওসি তদন্ত আলমাস আলী সরকার গত সোমবার রাতে অভিযান চালিয়ে প্রদুল কে গ্রেফতার করে। প্রদুল সাহা নওগাঁর রাণীনগর উপজেলার খোলাগাড়ী গ্রামের শ্রী অনিল সাহার ছেলে। প্রদুল সাহার বিরুদ্ধে শিবগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় একাধিক হত্যা ও চুরি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

উল্লেখ, নওগাঁর রাণীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে শামীম হোসেন গত ২৩ জুন বুধবার বিকেলে বাড়ী থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরের দিন গত ২৪ জুন বৃহস্পতিবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর-কড়ই রাস্তার ধনতলা নামক স্থানে রাস্তার পার্শ্বে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ উদ্ধার করে। ওই দিন নিহতের ভাই বাদী হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত