আদমদীঘিতে ভিক্ষুকের লাশ উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৬ জুন ২০২২, ২১:২২ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৯

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশনের টিকিট ঘরের ছাউনীর নিচ থেকে এছরাইল আলী (৭০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত এছরাইল আলী নওগাঁর সাপাহার উপজেলার আলাদীপুর বাদচহেড়া গ্রামের মৃত- আবেদ আলীর ছেলে। সোমবার দুপুরে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। 

জানা  গেছে, গত তিন বছর ধরে ভিক্ষুক এছরাইল আলী সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষা করতেন এবং স্টেশন এলাকায় রাত্রী যাপন করতেন। গত কয়েক দিন আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। গত রবিবার রাতে টিকিট ঘরের ছাউনীর নিচেই তিনি মারা যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, লাশটি উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে খবর দেয়া হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত