আদমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচি

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৪৩ |  আপডেট  : ২১ অক্টোবর ২০২৫, ০৮:০১

গতকাল সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মারিয়াম চৌধুরী। এদিন তিনি নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে যোগদান শেষে নিজ জন্মভুমি সান্তাহার এসে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি গ্রহন করেন ব্যারিস্টার মারিয়াম চৌধুরীর পক্ষে তাদের পারিবারিক প্রতিষ্ঠান চৌধুরী গার্ডেন মার্কেট। ব্যারিস্টার মারিয়াম চৌধুরীর বাবা মাসুদ চৌধুরী জানান, উদ্বোধন হওয়া বৃক্ষ রোপন কর্মসুচি বাস্তবায়ন করা হবে উপজেলার পশ্চিম প্রান্ত সান্তাহার পশ্চিম ঢাকা রোড থেকে পুর্ব প্রান্ত উপজেলার মুরইল পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার এলাকা জুড়ে। এদিন সন্ধ্যা ৬টায় পশ্চিম ঢাকা রোড প্রান্তে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলার বিশিষ্ট শ্রমিক নেতা মাসুদ চৌধুরী, উপজেলার বিশিষ্ট শ্রমিক নেতা শামসুদ্দিন আহম্মেদ গল্টু, দৈনিক ইনকিলাব পত্রিকার আদমদীঘি সংবাদদাতা বিএনপি নেতা মনছুর আলী প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত