আদমদীঘিতে বিষ পানে বৃদ্ধের মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০৮:২৫ |  আপডেট  : ৮ মে ২০২৫, ০৫:৪৮

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আবু বক্কর সিদ্দিক (৬৮) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের পুশিন্দা কোলাদীঘি গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে আবু বক্কর সিদ্দিক গত রবিবার বিকেলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধায় সে মারা যায়। পরিবারের লোকজন জানায় সে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত