আদমদীঘিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:২৫ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৩

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় ফিতা কেটে এই মেলার উদ্ধোধন করেন। বিকেলে বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম, প্রকল্প অফিসার আমির হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ। উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয় স্টল গুলোতে তুলে ধরেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত