আদমদীঘিতে বাসের ধাক্কায় আটোচার্জারের যাত্রী নিহত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫ |  আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫৩

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বাবলাতলি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারী চালিত অটোচার্জারের যাত্রী আল আমিন (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। চালক মোতাহার হোসেন (৩০) আহত হয়। গত মঙ্গলবার রাতে আদমদীঘির বাবলাতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন আদমদীঘি উপজেলার মুরইল বাজারের শরফুল ইসলামের ছেলে। আহত চালক মোতাহার হোসেন উপজেলার পুশিন্দা কোলাদীঘি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। মোতাহার কে আহত অবস্থায় প্রথমে আদমদীঘি হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, মঙ্গলবার রাতে উক্ত স্থানে নওগাঁগামী একটি অজ্ঞাত বাস মুরইলগামী অটোচার্জার কে ধাক্কা দিয়ে দ্রত পালিয়ে যায়। দুর্ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আল আমিন কে উদ্ধার ও দুমড়ে মুচড়ে যাওয়া অটোচার্জার থানা হেফাজতে নেয়া হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত