আদমদীঘিতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ  

প্রকাশ: ৭ জুন ২০২২, ২২:১৭ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী   প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হলরুমে  প্রশিক্ষন কর্মশালায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে ভাচ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা  প্রশাসক জিয়াউল হক।  কর্মশালায় জেলা প্রশাসক  প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিষয়-নারী ক্ষমতায়ন,আশ্রয়ন-২ প্রকল্প,শিক্ষা সহায়তা,পল্লী উন্নয়ন ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক,বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা,সামাজিক নিরাপত্তা কর্মসুচী, সবার জন্য  বিদ্যুৎ এমন উল্লেখযোগ্য উদ্ভাবনের বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। প্রশিক্ষন কর্মশালায় সহকারী কমিশনার (ভুমি)মাহবুবা হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,ইউপি চেয়ারম্যানগন,গনমাধ্যমকর্মী ও সুশীল সামাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত