আদমদীঘিতে নবাগত ইউএনও’র যোগদান

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ২০:২২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০০:০৭

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় অন্যত্র বদলি হওয়ায় তার স্থলাবিশিষ্ট হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে সদ্য যোগদান করলেন টুকটুক তালুকদার। তিনি জয়পুরহাট জেলা কালাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এর আগে কর্মরত ছিলেন। তিনি গতকাল ১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এই উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনও যোগদান করায় স্বাগত ও ফুলের শুভেচ্ছা জানায় আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,সকল ইউপি চেয়ারম্যান,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু সহ রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক নের্তৃবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত