আদমদীঘিতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের খড়ের পালা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১৭:৫৭ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৩২

বগুড়ার আদমদীঘি উপজেলায় দুর্বৃত্তের আগুনে পুড়ল মূল্যবান পশুখাদ্য হিসেবে ব্যবহৃত কৃষকের খড়ের পালা। উপজেলা সদরের রামপুরা গ্রামের পালপাড়া মন্দির সংলগ্ন খড়ের পালায় এ আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ কৃষক ইব্রাহিম আলী এবুর জানায়, গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার সময় আমার প্রায় ২০ বিঘা জমির একটি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় আমার ৯০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানা পুলিশ অবহিত করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত