আদমদীঘিতে দুই পুকুরের মাঝে নান্দনিক সড়ক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬
বগুড়ার আদমদীঘিতে দুটি পুকুরের মাঝখানে তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর, সৌন্দর্যময়, নান্দনিক একটি সড়ক। সড়কটির শেষ প্রান্তে সড়কের গায়ে লেখা আছে ’সান্তাহার জোড়া পুকুর কাউন্সিলর মাসুম স্মরণী সড়ক’। কেউ কেউ এই সড়কটিকে ’জোড়া পুকুর সড়ক’ নামেও ডেকে থাকেন। সান্তাহার পৌরসভার সাবেক কমিশনার, সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত পৌর কাউন্সিলর বজলুল কবির মাসুম স্মরণে সান্তাহার পৌরসভার উদ্যোগে এই সড়কটি নির্মিত হয়েছে।
সান্তাহার জংশন ষ্টেশনের পূর্ব পাশের এই সড়কটি ট্রেন যাত্রী, অন্যান্য পথচারীর পারাপারের একটি সেতু সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত পথচারি এই সড়ক দিয়ে ষ্টেশনে, সাহেব পাড়া, চা বাগানের পথচারিরা প্রতিদিন যাতায়াত করে প্রায় ২৩ মিটার প্রসস্ত এই সড়কটিতে দর্শনার্থীদের জন্য রয়েছে বসার কয়েকটি পাকা স্থান। বিকেল থেকে অনেক দর্শনার্থী, তরুন-তরুণীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে সড়কটি। সড়কটির এক পাশের বিশাল পুকুরে আছে পদ্মফুল। প্রতিদিন শত শত পথচারী এই সড়ক দিয়ে যাতায়াত করে। অনেক তরুণ-তরুণীকে এই সড়কে সেলফি তুলতে দেখ যায় আবার অনেককে গিটার নিয়ে বন্ধুদের সাথে গান করতেও দেখা যায়। জংশন ষ্টেশনের পাশে সড়কটি হওয়ায় অনেক ট্রেনযাত্রী ট্রেনের বিলম্বের কারণে এই সড়কে এসে বিশ্রাম নেয়। একটা সময় এই সড়কটি খুবই সরু ও চলাচলের অনুপযোগি ছিল। প্রয়াত ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম ও অন্যান্যদের প্রচেষ্টায় একটা সময় এই সড়কটি তৈরি করার সিদ্ধান্ত নেয় সান্তাহার পৌরসভা। সড়কটিতে সাতটি বসার আসন, সাতটি ইলেকট্রিক লাইটপোষ্ট রয়েছে।
সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন বলেন, ’প্রয়াত কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা এই সড়কটি নির্মাণ করার বিষয়ে মুখ্য ভূমিকা রেখেছিল। প্রতিটি পৌরসভার মিটিংয়ে তিনি এই সড়কটি নির্মাণ করার বিষয়ে বলতেন। তাই তাঁর মৃত্যুর পর আমরা সম্মিলিত সিদ্ধান্তে এই সড়কটি তার নামে নামকরণ করি এবং সড়কটি নির্মান করি।’ সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, এটি গুরত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের একটি অংশ, যা এলজিডির অর্থায়নে সান্তাহার পৌরসভা বাস্তবায়ন করেছে।
প্রয়াত কাউন্সিলর মাসুমের ছোট ভাই শেখ মাসুম সারওয়ার নিটু বলেন, এই সড়কটি নির্মান করার মধ্য দিয়ে এবং আমার প্রয়াত ভাইয়ের নামে নামকরন করে একজন আদর্শবান, সফল ও সৎ কাউন্সিলারকে মুল্যায়ন করা হয়েছে। এ জন্য আমরা কৃতজ্ঞ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত