আদমদীঘিতে ট্রাক চাপায় টমটম চালক নিহত, নারীসহ আহত -৩
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭
বগুড়া-সান্তাহার সড়কের আদমদীঘির অদুরে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চালক সাইদুল ইসলাম (৪৫) নিহত ও নারীসহ তিনজন যাত্রী আহত হয়েছে। আহতদের আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মহাসড়কের বৈশাখি অটোরাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলো, নওগাঁ সদরের আদমদুর্গাপুর গ্রামে আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯), আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের বেল্লাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামানিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় সাইদুল ইসলাম তার ব্যাটারি চালিত ইজিবাইক টমটমে আদমদীঘির ইন্দইল গ্রাম থেকে যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিল। টমটমটি মহাসড়কে বৈশাখি অটোরাইস মিলের সামনে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক টমটমকে চাপা দিলে টমটম উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে টমটম চালক সাইদুল ইসলামসহ চারজন আহত হয়। ফাঁয়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে আদমদীঘি হাসাপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চালক সাইদুল ইসলাম মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত