আদমদীঘিতে ট্রাক্টরের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪৮ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৪, ১৪:০১

বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রী মেছের আলী (৪৫) নিহত হয়েছে। এসময় ঘাতক ট্রাক্টর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আদমদীঘির ডহরপুর গ্রামের তনসের মিস্ত্রীর ছেলে  মেছের আলী শনিবার সকালে বাড়ী থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল এলাকায় সকাল সাড়ে ৯টায় পৌছলে সামনে থেকে সান্তাহার বাবলু ইট ভাটার ট্রাক্টর সামনে থেকে স্বজোড়ে ধাক্কা দিলে মেছের আলী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থা অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে স্থানান্তর করেন। পরে নওগাঁ হাসপাতালে নিলে সেখানে অবস্থা অবনতি দেখে স্থানান্তর করলে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে রাস্তার মধ্যে মারা যায়। পুলিশ খবর পেয়ে মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসলেও ঘাতক ট্রাক্টরকে আটক করতে পারেনি। আাদমদীঘি থানার এসআই সোলাইমান আলী বলেন,ঘাতক টাক্টরটি আটকের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত