আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৩ মে ২০২১, ১৯:৩৩ |  আপডেট  : ১ ডিসেম্বর ২০২৪, ২৩:১৪

বগুড়ার আদমদীঘি উপজেলার মালশন মহল্লায় ট্রাকের ধাক্কায় রহুল আমিন (১৮) নামের মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। অপর মটরসাইকেল আরোহী হৃদয় হোসেন (১৯) গুরুত্বর আহত হওয়ায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মটরসাইকেল আরোহী রুহুল আমিন সান্তাহার পৌরসভার চা বাগান মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে। হৃদয় হোসেন একই মহল্লার মোফাজ্জল হোসেনের ছেলে  ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল পাঁচটার দিকে রহুল আমিন ও হৃদয় হোসেন রানীনগর থেকে সান্তাহার আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ঘটনাস্থলে তাঁদের মটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মটরসাইকেল আরোহী দুজনই রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই রুহুল আমিন মারা যান। এ সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত হৃদয়কে উদ্ধার করে পাশের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশাংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে । সান্তাহার টাউন পুলিশ ফাঁিড়র পরিদর্শক আরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকের সন্ধান করা হচ্ছে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত