আদমদীঘিতে জামায়াতের সাংস্কৃতি বিভাগের কমিটি গঠন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৯:১১ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:১০

কেন্দ্রী ঘোষিত শিল্পী সংগ্রহ অভিযান উপলক্ষে সাংস্কৃতিক বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার আদমদীঘি উপজেলার শাখার উদ্যোগে জামায়াতের সাংস্কৃতিক বিভাগের ‘নবজাগরণ কালচারাল একাডেমী, নামের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০.০০ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। এ লক্ষে উপজেলা সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল ও উপজেলা কর্মপরিষদ এর সদস্য মাওঃ এমদাদুল হক এর সভাপতি এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের ইউনিট সদস্য এবং জেলা সাংস্কৃতি বিভাগের ভোরের পাখি শিল্পীগোষ্ঠী, বগুড়া এর পরিচালক এনামুল হক। দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা হলেন, পরিচালক গোলাম মোর্শেদ মিলন, সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এস এম রাসেল, অফিস সম্পাদক মিলন, সঙ্গীত ও ক্বিরাত সম্পাদক ক্বারী আবু সাঈদ, নাট্য সম্পাদক কামরুল হাসান আহমেদ কুমু, অর্থ সম্পাদক ওবাইদুল ইসলাম, সাহিত্য সম্পাদক কবি ইসলাম তরিক, প্রচার সম্পাদক মামুনুর রশিদ সহ সহ ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত