আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১৯:১৩ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৩
বগুড়ার আদমদীঘিতে ৫শ’ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে।
পুলিশ জানায়,উপজেলা সদরের উজ্জলতা গ্রামের জনৈক রজিব সাকিদারের বাড়ীর পিছনে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উজ্জলতা গ্রামের জালাল উদ্দীনের ছেলে আব্দুল মজিদ(৪০),একই গ্রামের আশরাফ আলীর ছেলে ইসলাম হোসেন[৪৭]কে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে পুলিশ ৫শ’গ্রাম গাঁজা উদ্ধার করে। থানার উপ-পরিদর্শক [এসআই] প্রদীপ কুমার মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, গাঁজা উদ্ধার সহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত