আদমদীঘিতে কাজ শেষ করে ৬ মাসেও পারিশ্রমিক পাননি ৪২ শ্রমিক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১০:১২ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩২
বগুড়ার আদমদীঘি উপজেলায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচীতে কাজ শেষ করার পর ছয় মাস অতিবাহিত হলেও পারিশ্রমিক পাননি ৪২ শ্রমিক। পাওনা টাকার জন্য মাসের পর মাস উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে ধর্না দিয়ে কোন প্রতিকার পাচ্ছেন না দরিদ্র শ্রমিকরা। দ্রুত পাওনা টাকা পরিশোধের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবী জানিয়েছেন তারা।
শ্রমিকদের অভিযোগে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরের এপ্রিল মাসে তারা উপজেলার নশরতপুর ও সান্তাহার ইউনিয়নের বিভিন্ন জায়গায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। এই প্রকল্পের আওতায় কাজ করে অন্য ইউনিয়নের সকল শ্রমিকরা তাঁদের পারিশ্রমিক সময়মত পেলেও নশরতপুর ও সান্তাহার ইউনিয়নের ৪২ শ্রমিক তাদের পাওনা টাকা পাননি। বিষয়টি নিয়ে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন জনের কাছে দিনের পর দিন ধর্ণা দিয়ে কোন প্রতিকার পাননি। সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের শ্রমিক আয়ুব হোসেন বলেন, তার পাওনা টাকার পরিমান প্রায় ১০ হাজার টাকা। বর্তমান এই র্দুমুল্যের বাজারে ১০ হাজার টাকা তার কাছে ১০ লাখ টাকার সমান। তিনি বলেন, আমরা দিনমজুর, দিনে কাজ করে যে টাকা পায় সেই টাকা দিয়ে খেয়ে না খেয়ে আমাদের সংসার চলে। ৪০ দিন কাজ করার পরও পাওনা টাকা না পেয়ে খুব কষ্টে আছি। একই ইউনিয়নের সান্দিড়া গ্রামের শ্রমিক আবু হাসান বলেন, কেন আমরা আমাদের পাওনা টাকা পাচ্ছিনা তার সঠিক জবাব কেউ দিতে পারছেনা। এখন আমরা কি করবো তা বুঝতে পারছি না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন বলেন, ২০২১-২২ অর্থ বছরে উপজেলার ছয়টি ইউনিয়নে ৫৯৯ জন শ্রমিক ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। সকলের টাকা তাদের নিজস্ব হিসাব নম্বরে মুঠোফোনের মাধ্যমে পেলেও বাকি শ্রমিকদের মুঠোফোনে এখনও টাকা আসেনি। বি ত শ্রমিকদের তালিকা একাধিকবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত