আদমদীঘিতে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে সভা অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ১৯:০৮ |  আপডেট  : ২০ মে ২০২৪, ০১:০৬

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম,মাদ্রাসার শিক্ষক ও ক্বওমী মাদ্রাসার মুহতামিমদের নিয়ে সামাজিক দুরত্ববজায় রেখে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা মূলকসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু,সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,থানার অফিসার জালাল উদ্দীন,উপজেলা আঃলীগের সহ-সভাপতি আবু রেজা খান,কওমী মাদ্রাসার মুহতামিম ইব্রাহিম হোসেন,বাবা আদম(রঃ)মসজিদের ইমাম মাওঃ আল হেলাল জামালী,আদমিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলিম উদ্দীন প্রমূখ। পরে সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সভায় উপস্থিত সকলকে হ্যান্ড স্যানিটাজার বিতরন করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত