আদমদীঘিতে এ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫১ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৪৭
বগুড়ার আদমদীঘিতে ২৭ পিস এ্যাম্পুলসহ গোপেন মহন্ত (৪৪) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত গোপেন মহন্ত উপজেলার নশরতপুর ইউনিয়নের কলেজ পাড়া এলাকার মৃত গোপাল মহন্তের ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, শনিবার রাতে উপজেলার মুরইল বাজার এলাকায় একটি দোকানের সামনে এক মাদক কারবারি মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন বিক্রয় করছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি গোপেন মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে তল্লাশি করে ২৭ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত