আদমদীঘিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ২১:৪৪ | আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৪:৩৬

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ভাটকুড়ি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ঈদুল হোসেন (৩৫) ও মৃত আফজাল হোসেনের ছেলে আসাদুজ্জামান রূপক (৩২)। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গত শনিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে দুই ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ পিজ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত