আদমদীঘিতে ইলেকট্রিক দোকানে হামলা ভাংচুর-লুটপাট
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১৭:৫৬ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:২৫
তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে মা ইলেকট্রিক দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় বগুড়ার আদমদীঘির মুরইল বাসষ্ট্রান্ড এলাকায় এঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও দোকান মালিক সুত্রে জানাযায়, আদমদীঘির মুরইল বাজারের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে ওয়াসিম হোসেন মুরইল বাজারে ইলেকট্রিকের ব্যবসা চালিয়ে আসছে। মা ইলেকট্রিক দোকানে একই এলাকার আনছার আলীর ছেলে মমিন হোসেন পুরাতন নষ্ট ৪টি ইলেকট্রিক বাল্প মেরামত করার জন্য মা ইলেকট্রিক দোকানের মালিক ওয়াসিমকে দিয়ে যায়। দুটি বাল্প মেরামত হয়ে গেলেও দুটি বাল্প মেরামত করতে বিলম্ব হলে মমিন ও ওয়াসিম হোসেনের মাঝে বাক-বিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে গত (২৩ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় মমিন,আলম সহ ৩/৪ জন দলবদ্ধ হয়ে দোকানে হামলা চালিয়ে দোকনের টিভি সহ আসবাবপত্র ভাংচুর করে ও সাড়ে তিন হাজার টাকা নগদ লুট করে নিয়ে যায়। আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, ভাংচুর ও টাকা লুটের ঘটনা ঘটেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহনের প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত