আদমদীঘিতে ইউপি সচিব কক্ষে হামলার ঘটনায় মামলা দায়ের 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ২০:২৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৩৮

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিবের কক্ষে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ সহ আরো ১৩/১৪ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সচিব কুদরত এলাহী বাদী হয়ে বুধবার রাতে মামলাটি দায়ের করেন। 

উল্লেখ্য, বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা পরিষদ কার্যালয়ে লাঠিসোডা নিয়ে হামলা করার পর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ ভাংচুর করেছে। এ সময় তারা ইউনিয়ন পরিষদের সচিব কুদরত-ই-এলাহী ও গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে বেধড়ক মারপিট করে পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলার শিকারে আহত গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় এই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে ।

মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে গত ১২ অক্টোবর বুধবার বিকেলে একদল চিহ্নিত সন্ত্রাসী প্রবেশ করে অর্তকিত ভাবে হামলা চালিয়ে ইউপি সচিব কুদরত এলাহী ও গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে বেবধড়ক মারপিট করে সচিবের কক্ষে থাকা কম্পিউটার,ল্যাপটপ সহ আসবারপত্র ভাংচুর করে পরিষদের আলমারিতে থাকা ১লাখ ৬১ হাজার ১৫০ টাকা লুট করে নিয়ে যায়।  এদিকে সন্ত্রাসীদের হামলার শিকার আহত গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ছাতিয়ানগ্রান ইউনিয়ন পরিষদের সচিব কুদরত এলাহী বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান, ইউপি কার্যালয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ জোড় তৎপরতা চালাচ্ছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত