আদমদীঘিতে অটোচার্জার চুরি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৩০ | আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২১:২৩

বগুড়ার আদমদীঘিতে বাড়ি থেকে শিপন আলী শেখের ভাড়ায় নেয়া ব্যাটারি চালিত অটোচার্জার (টমটম) চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (১৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে চোরচক্র প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে অটোচার্জাটি চুরি করে নিয়ে যায়। এব্যাপরে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আদমদীঘি উপজেলার পালোয়ানপাড়া গ্রামের দরিদ্র শিপন আলী শেখ জানান, তিনি অন্যের একটি ব্যাটারি চালিত অটোচার্জার (টমটম) ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিনের মতো গত বুধবার সারাদিন চালিয়ে রাতে তার বাড়িতে অটোচার্জার চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরচক্র তার বাড়ির প্রাচীর টপকিয়ে প্রবেশ করে ওই চার্জারটি চুরি করে নিয়ে যায়। ওই ব্যাটারি চালিত অটোচার্জারের দাম ২ লাখ ৬২ হাজার টাকা বলে তিনি বলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত