আজেএফ বেস্ট এ্যাওয়ার্ড- ২০২২ গদক পেলেন সাংবাদিক শফিক স্বপন 

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:৪৭ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:১৫

মাদারীপুর জেলা শহর থেকে প্রকাশিত একুশ দর্পণ পত্রিকার সম্পাদক মাদারীপুর জেলার বিশিষ্ট সাংবাদিক শফিক স্বপন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ২০২২ সালের বেস্ট এ্যাওয়ার্ড পদক পেয়েছেন।

গত রবিবার সন্ধ্যায় ঢাকাস্থ কেন্দ্রীয় কচি-কাচা মিলণায়তনে বাংলাদেশ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সারা বাংলাদেশের ১০ জন গ্রামীন জনপদের সাংবাদিকদের আরজেএফ বেষ্ট এ্যাওয়ার্ড ২০২২ পদক প্রদান করেন। রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে  ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ  আল-আমিন শাওন এর সঞ্চালনায়  সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদারীপুর জেলার একমাত্র রেজিষ্ট্রেশনকৃত শিশু কিশোর ও যুব কল্যাণ সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এটিএনবাংলার মাদারীপুর জেলা প্রতিনিধি,  দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি   সাংবাদিক  শফিক স্বপন কে আরজেএফ বেষ্ট এ্যাওয়ার্ড প্রদান করেন সাবেক সেনা প্রধান ও সাবেক রাষ্ট্রদুত লেঃ জেনারেল ( অবঃ) এম হারুন-অর-রশিদ বীর প্রতিক। এ সময় সারা বাংলাদেশের গ্রামীন জনপদের ১০ জন সাংবাদিকদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত