আজও সারাদেশে বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:৩২ |  আপডেট  : ৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২

কয়েক দিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশেপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

অপর এক পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাব দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ণষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত