ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয়

আগে ফাঁসি পরে বিচার’ এই ছিল জিয়ার নির্দেশনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ০৯:৫১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮

জিয়াউর রহমান সেনাবাহিনীতে শৃঙ্খলা আনার নামে কোর্ট মার্শাল করে হাজার হাজার সেনা ও বিমান বাহিনীর অফিসার এবং সৈনিকদের হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

‘স্বৈরশাসক জিয়ার আমলে যত সামরিক অভ্যুত্থান ও কোর্ট মার্শালের নামে মুক্তিযোদ্ধা হত্যা’ শিরোনামে ওই স্ট্যাটাসে জয় লেখেন, ‘‘অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরশাসক জিয়া সেনাবাহিনীতে শৃঙ্খলা আনার নামে কোর্ট মার্শাল করে হাজার হাজার সেনা ও বিমান বাহিনীর অফিসার ও সৈনিকদের হত্যা করে। যার মধ্যে বেশিরভাগই ছিলেন মুক্তিযোদ্ধা সৈনিক ও অফিসার। ‘আগে ফাঁসি পরে বিচার’ এই ছিল জিয়ার নির্দেশনা।’’


স্ট্যাটাসে তিনি একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন দেখার আহ্বান জানান।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত