আগুন নিয়ে না খেলতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা চীনের
প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১৬:৩৬ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:১৪
তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার (২৮ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ক্ষমতায় আসার পর থেকে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের এটি পঞ্চম কথোপকথন। তবে গত চার মাসের মধ্যে এটিই ছিল তাদের প্রথম ফোনালাপ। তাইওয়ান ইস্যু, ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ নিয়ে আগে থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন।
বেইজিং জানিয়েছে, পেলোসি যদি সফরের প্রক্রিয়া এগিয়ে নেন তাহলে ওয়াশিংটনকে ‘মারাত্মক পরিণতি’র মুখে পড়তে হবে। এ নিয়ে ওয়াশিংটন- বেইজিং সম্পর্ক নতুন মোড় নিয়েছে। বৃহস্পতিবার দুই নেতার দুই ঘণ্টা ১৭ মিনিটের ফোনালাপেও পেলোসির সম্ভাব্য সফরের বিষয়টি স্থান পায়। এ নিয়ে বেইজিংয়ের উদ্বেগের বিষয়ে বাইডেনকে অবহিত করেন শি জিনপিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দিয়েছেন, আগুন নিয়ে যারা খেলা করে, সেই আগুনে তারাই ধ্বংস হয়ে যাবে।
শি জিনপিং বলেন, চীন দৃঢ়ভাবে তাইওয়ানের স্বাধীনতা এবং এ অঞ্চলে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চীন নীতি’ মেনে চলা।
এ সময় জো বাইডেন বলেন, তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি। তাইওয়ান প্রণালীজুড়ে স্থিতাবস্থা পরিবর্তন বা শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যে কোনো একতরফা প্রচেষ্টার বিরোধী যুক্তরাষ্ট্র।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত