তীব্র খাদ্য সংকটে ২০ লাখ ফিলিস্তিনি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:৫৫ | আপডেট : ১২ মে ২০২৫, ১৬:১২

গাঁজায় মানুষের সবচেয়ে বড় চাহিদা এখন খাদ্য, আর প্রতিদিনের জীবনের সবচেয়ে বড় লড়াই কয়েকটি রুটি জোগাড় করা।
প্রতি ঘরে এখন একই দৃশ্য। কোথাও দূরের ফেলে দেওয়া পাস্তা জোগাড় করে তা রুটির মতো বানানো হচ্ছে। কেউ পোকাভর্তি নষ্ট ময়দা ছেঁকে তা দিয়ে রুটি তৈরির চেষ্টা করছেন। এসবই শুধুই বাঁচার জন্য—পেট ভরানোর নয়। মৃত্যুর সঙ্গে এ যেন এক নীরব যুদ্জা
এদিকে খাদ্য সহায়তাও থমকে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা World Central Kitchen জানিয়েছে, গাজায় আর খাদ্য সরবরাহ সম্ভব হচ্ছে না। ইসরায়েল থেকে মানবিক সহায়তা প্রবেশে বাধা থাকায় তাদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শুধু কিছু এলাকায় পানি সরবরাহের চেষ্টা চলছে।
জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলছে, গাজার প্রায় ২০ লাখ মানুষ এখন মারাত্মক খাদ্য সংকটে। শিশুদের মধ্যে অপুষ্টি আশঙ্কাজনক হারে বাড়ছে। অনেকেই একবেলার খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে।
একদিন যে ট্রাকগুলো সীমান্ত পেরিয়ে গাজায় সহায়তা পৌঁছে দিতো, সেগুলো আজ থেমে গেছে। সেই জায়গা নিয়েছে নীরবতা, ক্ষুধা আর মৃত্যুর প্রতীক্ষা। গাজার এই পরিস্থিতি এখন কেবল একটি রাজনৈতিক সংকট নয়, বরং নিখাদ এক মানবিক বিপর্যয়, যা সারা দুনিয়ার বিবেককে প্রশ্নবিদ্ধ করছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত