আওয়ামী লীগের নির্বাচনি পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১৭:১৪ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯
ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনি পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিন বিকাল ৩টায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শুরু হয়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় সিদ্ধান্ত হয়, এবার আওয়ামী লীগের নির্বাচনি পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত