অন্য কোনো শক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না: সেতুমন্ত্রী ‘

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৬ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৮

আওয়ামী লীগ যদি নিজেরা নিজেদের পরাজিত না করে, তাহলে অন্য কোনো শক্তি পরাজিত করতে পারবে না’ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ঐক্যই আওয়ামী লীগের বিজয়ের মূল শক্তি।’


আজ শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘মনে রাখবেন, আওয়ামী লীগ নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের সংগঠনকে আরও চ্যালেঞ্জিং করতে হবে।’

ত্যাগীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে উল্লেখ করে খারাপ লোকদের কোনোভাবেই নেতা না বানানোর জন্য হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত