অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ১৫:০৫ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:৩৯

ফাইল ছবি

গত বছরের ত্যাক্ত অভিজ্ঞতার পর এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা আশঙ্কার কথা বলা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন মহল থেকে। আজ সোমবার (৩ অক্টোবর) মহাঅষ্টমী। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব। পূজার আয়োজন নিরাপদ রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এতে সন্তুষ্টি প্রকাশ করে সনাতন ধর্মের নেতারা আশা করছেন, এবার শান্তিপূর্ণভাবেই উৎসব উদযাপন আয়োজন সম্পন্ন হবে।

পূজা উদযাপনের বিভিন্ন দিক জানাতে গিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা। সেই শঙ্কার বিষয়টিও উঠে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা তথ্যে। বলা হয়, পূজা মণ্ডপকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করতে সুযোগ খুঁজছে একটি চক্র। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়াতে তৎপর রয়েছে বলেও আশ্বস্ত করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়ানো হয় নজরদারি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার কিংবা গুজব প্রতিরোধে বেড়েছে সাইবার মনিটরিং। দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা বলছেন, বিগত বছরগুলোতে দুর্গাপূজার সময় বিভিন্ন ধরনের হামলা এবং ভাঙচুরের ঘটনার বিচার না হওয়ায় একটি চক্র সবসময় অপতৎপরতার চেষ্টা চালায়। তবে এবছর সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই প্রতিমা নির্মাণ থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত আগেভাগেই নিরাপত্তার বিষয় সম্পর্কে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং স্থানীয় নেতারা সাথে একাধিকবার বৈঠক করেছে। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এখন পর্যন্ত নির্বিঘ্নে এবং কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হিন্দু ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারছেন।

রাজধানীর বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে পূজা মন্ডপের নিরাপত্তায়। মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেই সবাই পূজা মণ্ডপে ঢুকছেন। স্বেচ্ছাসেবকরাও নিয়োজিত রয়েছেন। মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিতে রয়েছে সিসিটিভি ক্যামেরা। ২৪ ঘণ্টা পালা করে দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর ও স্বেচ্ছাসেবকরা। একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা বলছেন, নিরাপত্তার বিষয়ে কোনও ছাড় নয়। কেউ যেন কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরির সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এবছর দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার শঙ্কা থাকলেও সেসব বিষয় বিবেচনা করে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করছেন। কোনোভাবেই যেন নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি না হয় সেসব বিষয়ে তদারকি করা হচ্ছে। পূজা মণ্ডপের দায়িত্ব পালনের যারা নিয়োজিত রয়েছেন, তারা যেন পূজামণ্ডপের নজরদারির বাইরে না থাকেন; সেসব বিষয় মনিটরিং করা হচ্ছে। পূজা মণ্ডপের সংখ্যার ভিত্তিতে থানাভিত্তিক মোবাইল টিমও কাজ করছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

কেউ কোনোধরনের অপ্রীতিকর ঘটনার কিংবা অপতৎপরতার পাঁয়তারার বিষয়টি অনুধাবন করতে পারলে ট্রিপল নাইনে ফোন দিয়ে এ বিষয়টি অবহিত করার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত