অতিরিক্ত ডিআইজি হলেন হারুন, সঙ্গে আরও ৬ জন
প্রকাশ: ২ মে ২০২১, ২১:১০ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮
পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।ডিসি পদমর্যাদার এই কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।তাকে ছাড়াও আরও ৬ জনকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
রোববার স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সিআইডির পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার আনিসুর রহমান, লালবাগ বিভাগের পুলিশের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিশেষ শাখার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলাম।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত