‘আলহামদুলিল্লাহ্‌, ২৬ বছর পার করলাম'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ আগস্ট ২০২১, ১৯:৩১ |  আপডেট  : ২৬ মার্চ ২০২৫, ১২:০৮

দাম্পত্য জীবনের ২৬ বছর পূর্ণ করেছেন ওমর সানি ও মৌসুমী। লম্বা সময় ধরে ছেলে-মেয়েকে নিয়ে সুখেই কেটে যাচ্ছে তাদের জীবন।

১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। তবে কাউকে না জানিয়ে বিয়ে করায় পাঁচ মাস পর ২ আগস্ট তারা আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের। সে হিসেবে তাদের ২৬তম বার্ষিকী সোমবার (২ আগস্ট)।

দিনটি কেক কেটে উদযাপন করেছেন ওমর সানি-মৌসুমী। ছবি প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন ওমর সানি।

এক সময়কার আলোচিত এই চিত্রনায়ক ফেসবুকে যুগল ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌, ২৬ বছর পার করলাম। আপনাদের দোয়াতে আল্লাহর হুকুমে, পরিবার পরিজন বন্ধু-বান্ধব ফিল্ম ক্লাব, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, চলচ্চিত্র বান্ধব সবাইকে নিয়ে, তার চেয়ে বড় আমাদের ভক্ত-আপনাদের দোয়াতে বাকি জীবন যেন কবর পর্যন্ত যেতে পারি, দোয়া করবেন। ’

ছেলে ফারদিন এহসান স্বাধীন ও কন্যা ফাইজাকে নিয়ে এই তারকা দম্পতি বেশ সুখেই আছেন। গত ২৬ মার্চ সানি-মৌসুমী পুত্র স্বাধীন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত