সাইকেল লেন দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৫, ১৮:৪০ | আপডেট : ৫ এপ্রিল ২০২৫, ০১:৪৯

সাইকেল লেন দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। ঈদে ছিল পুরো ঢাকা ফাকা,বিভিন্ন প্রান্তে ঘুরেছে সাইকেল লেন দিবস উপলক্ষে সাইকেলের দুই চাকা "চলে আমার সাইকেল হওয়ার বেঁকে উইড়া, উইড়া,ঢাকা শহর দেখমু আজ দুইজনে ঘুইরা ঘুইরা, ও.. পাবলিক ভাই ,সাইকেলের ব্রেক নাই,নিরাপদ সড়কে সাইকেল লেন চাই!এমন গান গেয়ে তরুণ তরুণীরা দাবি ও মনের আনন্দে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করতে দেখা যায়।
নাগরিক সুস্বাস্থ্য গঠন ও যানজট নিরসনে পরিবেশ ভারসাম্য রক্ষার্থে দেশের সাইক্লিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মটর যানবহন ও বাইসাইকেল একত্রে চলাচল কোন ভাবেই নিরাপদ নয় বিধায় সাইক্লিস্টদের উৎসাহিত সড়ক দুর্ঘটনা রোধে সাইকেল লেন বাস্তবায়ন অত্যন্ত জরুরী। এ দাবির ফলশ্রুতিতে প্রতিবছরের মত এবারও যথাযথ মর্যাদায় দেশের সাইক্লিস্টদের প্রাণের স্পন্দন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে "বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব ,ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট,কেরানীগঞ্জ সাইক্লিস্ট সোসাইটি,মিরপুর স্টান্ট বয়েজ,জাতীয় ভিত্তিক সমমনা সংগঠনের আয়োজনে আমরা আরম্ভ পূর্ণ ভাবে "সড়ক নিরাপদ ও পরিবেশ রক্ষার্থে"এ , প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪তম"সাইকেল লেন দিবস ২০২৫,৪এপ্রিল প্রথম শুক্রবার২০২৫, সকাল ১০ ঘটিকায়, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পরিবেশবান্ধব সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত মধ্যে দিয়ে বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরিষদের সভাপতি মো:আমিনুল ইসলাম টুববুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, পীরজাদা শহীদুল হারুন।ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি, মো. তাওহীদুর রহমান, বাংলাদেশ সাইকেলনেইন বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহসভাপতি,মোহাম্মদ রিয়াজ,মিরপুর স্টান্ট বয়েজের, সভাপতি, মোহাম্মাদ আলী রিমন ,সভ্যতা প্রবীণ সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ,শাকিল হোসেন, উৎসব কমিটির,আহবায়ক,তানজিম এলাহী,বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাজ্জাদ হোসেন, রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব তপন কুমার দাস ও দেশি বিদেশি পর্যটক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে দেখা যায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত