৩ আসনের উপ-নির্বাচনে দুই দিনে আ.লীগের ফরম কিনেছেন ৪০ জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ জুন ২০২১, ০৮:৪১ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১০:২১

জাতীয় সংসদের শূন্য তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে শনিবার(৫ জুন) ১৯ জন ফরম কিনেছেন। এ নিয়ে গত দুই দিনে ফরম কিনেছেন ৪০ জন।

প্রথম দিন গত শুক্রবার ফরম কিনেছিলেন ২১জন। এর মধ্যে ঢাকা-১৪ আসনে ১১ জন, কুমিল্লা-৫ আসনে ২০ জন ও সিলেট-৩ আসনে ৯জন ।

ঢাকা-১৪ আসনের জন্য শনিবার বিকাল পর্যন্ত যে ১১ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- ঢাকা  মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্ঠা পরিষদের সদস্য শাহজাহান দেওয়ান, বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক লীগের খন্দকার শফিউল আজম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন র’খসানা ও মিনা মালেক প্রমুখ।

কুমিল্লা-৫ আসনের জন্য শনিবার যারা মনোনয়ন ফরম ক্রয় করেন-ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহেদুল আলম, পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহিদা বেগম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান, সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম সরকার, আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মো.শাহ জালাল, আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য আনিসুর রহমান, বুড়িচং উপজেলা আ.লীগের সদস্য এম এ মতিন এমবিএ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ জাহের।

সিলেট-৩ আসনের জন্য শনিবার যে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, সদ্য প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান ও আব্দুল শহিদ কাজল দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেছেন।  

আগামী ১০ জুন পর্যন্ত এই মনোনয়ন ফরম বিক্রি হবে। এবং এই সময়ের মধ্যেই ফরম জমা দিতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত