৩৩৮ ওসি বদলির তালিকায় ইসির অনুমোদন
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৩৮ জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির তালিকায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ অনুমোদন দেয়।ইসির নির্দেশের পর গত বুধবার এই কর্মকর্তাদের বদলির একটি তালিকা কমিশনে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্মস্থলে ৬ মাস হয়েছে, এমন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করতে বলে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় ইসি। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলী করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকুরীকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলীর প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন।
পরে তালিকা পাঠানোর মেয়াদ ৮ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে নির্বাচন কমিশন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
নির্বাচনকে সামনে রেখে ওসিদের পাশাপাশি কর্মস্থলে এক বছর হয়েছে এমন উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কাআ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত