২৫ কোটি টাকা খেলাপি ঋণের দায়ে চট্টগ্রামের বেঙ্গল ট্রেডিংয়ের মালিক গ্রেপ্তার
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ১৪:৫৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩
ঋণখেলাপির মামলায় সাজাপ্রাপ্ত পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার খেলাপি ঋণগ্রহিতা বেঙ্গল ট্রেডিংয়ের মালিক মো: হাসানুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ এপ্রিল ২০২৪ শনিবার, খাতুনগঞ্জ থানা পুলিশ পদ্মা ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ শাখা এবং রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। খাতুনগঞ্জ শাখার ঋণ খেলাপি বেঙ্গল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হাসানুর রশীদের কাছে সুদে-মূলে পদ্মা ব্যাংক পিএলসির পাওনা প্রায় সাড়ে পঁচিশ কোটি টাকা। পদ্মা ব্যাংক পিএলসির করা মামলায় ৩০ নভেম্বর, ২০২২ সালে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত