২২ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মে ২০২৩, ১৭:০৪ |  আপডেট  : ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৮

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ২২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আসামির নাম ইসমাইল হোসেন আজাদ [৪৩]।

সোমবার [১ মে] রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল হোসেন আজাদ নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, ‘২০০১ সালের ২৪ অক্টোবর ভিকটিমকে আসামি ইসমাইল হোসেন আজাদ ধর্ষণ করে। পরে ভিকটিম বাদী হয়ে ইসমাইলের বিরুদ্ধে হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় আজাদ। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এরপর নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০৩ সালের ১৬ জুলাই আসামির গ্রেফতারি পরোয়ানা থানায় পাঠান।’

তিনি আরও জানান, আসামি পরবর্তী সময়ে তার নিজের নাম, মা-বাবার নাম এবং ঠিকানা পরিবর্তন করে বাগেরহাটের ঠিকানায় জাতীয় পরিচয়পত্র তৈরি করে ২০০৪ সাল থেকে চট্টগ্রামে অবস্থান করছে। র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম গত ১ মে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে আসামি আজাদকে গ্রেফতার করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত