২০২৪ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৩ |  আপডেট  : ২৬ মার্চ ২০২৫, ০৯:১৩

ফাইল ছবি


২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১২ মার্চ।’

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে অংশ নেয় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।তবে ২০২৪ সালে ফেব্রুয়ারি থেকেই পরীক্ষার কার্যক্রম শুরু করতে চান শিক্ষা বোর্ড ।আজই পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

 

সা/ই

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত