শিবচরে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরন

  এসআর শফিক স্বপন, মাদারীপুর 

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৩ |  আপডেট  : ৩০ অক্টোবর ২০২৫, ২০:৪৩

মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রাপ্ত ঢেউটিন ও গৃহমঞ্জুরি অর্থ বিতরন করা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার  দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মাধ্যমে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৯ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাপ্ত ঢেউটিন ও গৃহমঞ্জুরি অর্থ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফসানা বিলকিস।এই সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৯ জন পরিবারের মাঝে প্রাপ্ত তিনবান্ডিল টিন ও ৯ হাজার টাকা করে গৃহমঞ্জুরি অর্থ বিতরন ও ২ জন দুস্থ ব্যাক্তিকে সমাজসেবা পক্ষ থেকে গরু বিতরন করা হয়। এই সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, শিবচর উপজেলা সহারী ভূমি কর্মকর্তা শাইখা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান, শিবচর থানা ইনচার্জ অফিসার মোঃ রকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা সিহাবসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত