১২১টি সংসদীয় আসনে প্রার্থী দিল সুপ্রিম পার্টি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ১৭:১৫ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১২১টি সংসদীয় আসনের বিপরীতে মনোনয়ন প্রাপ্তদের আংশিক তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। নির্বাচনে ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয় দলটি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সুপ্রিম পার্টি এবং দলটির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
সংবাদ সম্মেলনে বিএসপি চেয়ারম্যান বলেন, আমাদের জোট লিবারেল ইসলামিক জোটের পক্ষ থেকে মোট ২০০ আসনে প্রার্থী দেবো। আজ ১২১টি সংসদীয় আসনের বিপরীতে মনোনয়ন প্রাপ্তদের আংশিক তালিকা ঘোষণা করছি। আমাদের মার্কা (একতারা) নিয়ে নির্বাচন করবো। আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে নির্বাচন করছি। আমরা চাই না দেশে কোনো অগণতান্ত্রিক শক্তি আসুক।
বিএসপি এবং লিবারেল ইসলামিক জোটের মনোনয়ন প্রাপ্তদের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ৩০ জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে যারা বিজয়ী হবেন। আমরা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সকল সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে অনান্য ধর্মাবলম্বীও রয়েছেন। তৃতীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএসপি চেয়ারম্যান বলেন, আমরা সংলাপের পক্ষে ছিলাম এখনো আছি। এখনো সময় আছে। দেশ ও জাতির দিকে লক্ষ্য রেখে, তাদের ভালো চাইলে সংলাপটা এখনো সম্ভব।
বিএসপি মনোনয়ন পেলেন যারা-
পঞ্চগড়-১- মো. আবদুল ওয়াদুদ (বাদশা)
পঞ্চগড়-২- আসন- ২- আহমাদ রেজা ফারুকী
লালমনিরহাট- ৩- আসন-১৮- এম, এ.হান্নান
রংপুর- ৩- আসন- ২১- মো. আব্দুর রহমান (রেজু)
কুড়িগ্রাম-১- মনিরুজ্জামান খান ভাসানী
কুড়িগ্রাম-২- আসন ২৭- শেফালী বেগম
কুড়িগ্রাম-৪- আসন ২৮- মেহের উল্যাহ সেলিম
বগুড়া- ৩- আসন ৩৮- আফরিনা পারভিন
বগুড়া - ৬- আসন ৪১- মো. রাজিব রশিদ
চাঁপাই নবাবগঞ্জ-২ আসন ৪৪- এস, এম, দুরুল হুদা
রাজশাহী-২- আসন ৫৩ মোহাম্মদ সামছুল আলম
রাজশাহী-৩-আসন ৫৪- লুৎফর রহমান,
রাজশাহী ৪ আলতাটা হোসেন মোল্লা
নাটোর-১- আসন ৫৮- মো. লিয়াকত আলী
নাটোর-৩-আসন ৬০- রুস্তম আলী
নাটোর-৪- আসন- ৬১- রায়হান শাহ
সিরাজগঞ্জ- ২- হাসরত খান ভাসানী
সিরাজগঞ্জ-৬- আসন ৬৭- কাজী মো. আলামীন
পাবনা-৩ আসন ৭০- মাহবুবুর রহমান জয় চৌধুরী
পাবনা-৪- আসন-৭১- আলাউদ্দীন (আলতাফ)
কুষ্টিয়া-১- আসন ৭৫- মো. অজিম আলী
ঝিনাইদহ-২ আসন- ৮২- মো. নজরুল ইসলাম
বরগুনা-২ আসন- ১১০- মুহাম্মদ আবু বকর ছিদ্দিক
পটুয়াখালী- ৩- আসন ১৩৩- মো. নুরে আলম
ভোলা- ২- আসন- ১১৬- মোহাম্মদ রিয়াজ উদ্দিন
বরিশাল-২- আসন- ১২০--এ.কে ফাইয়াজুল হক সোহেল সামাদ
বরিশাল-৪-আসন- ১২২- মো. জয়নাল আবেদীন
বরিশাল-৫- আসন ১২৩- সালমা আক্তার
বরিশাল-৬- আসন ১২৪- মো. আসাদুজ্জামান
পিরোজপুর- ২ আসন- ১২৮- সৈয়দ মনির
জামালপুর-২ আসন- ১৩৯- রিপন মিয়া
শেরপুর - ১- আসন ১৪৩- আবুল কালাম আজাদ
ময়মনসিংহ-৪ আসন- ১৪৯- সেলিম খান
ময়মনসিংহ-৫- আসন- ১৫০ মো. ফিরোজ আলম
ময়মনসিংহ -১০ আসন-১৫৫- মো. রফিকুল ইসলাম
ময়মনসিংহ - ১১- আসন ১৫৬- এবি.এম জিয়া উদ্দিন
টাঙ্গাইল - ৪- আসন ১৩৩- মো. শুকুর মাসুদ
টাঙ্গাইল - ৫- আসন ১৩৪- মো. হাসরত খান ভাসানী
টাঙ্গাইল - ৬- আসন ১৩৫- আব্দুল করিম
টাঙ্গাইল - ৭- আসন ১৩৬- মো. আব্দুল খালেক
কিশোরগঞ্জ - ৬- আসন ১৬৭- হেলাল উদ্দিন
মানিকগঞ্জ-২, আসন-১৬৯, এ কে নাহিদ
মুন্সীগঞ্জ-১ আসন- ১৭১- লতিফ সরকার
মুন্সীগঞ্জ- ২- আসন ১৭২- রিপা আক্তার
মুন্সীগঞ্জ - ৩- আসন ১৭৩- মো. দুলাল হোসেন মন্ডল
ঢাকা-১৪- আসন- ১৮৭- শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
ঢাকা-১৫-আসন ১৮৮-মো. সামছুল আলম চৌধুরী
ঢাকা-১৬-আসন ১৮৯- মো. তৌহিদুল ইসলাম
ঢাকা-৩ আসন-১৭৬ মো. আকবর হোসেন
ঢাকা - ২০ - আসন ১৯৩ মো. মিনহাজ উদ্দিন
ঢাকা-১৩ - আসন -১৮৬- মো. সোহেল সামাদ বাচ্চু
ঢাকা - ১০ আসন ১৮৩ ফাইয়াজুল হক সোহেল সামাদ
ঢাকা- ১১ আসন ১৮৪- ফারাহনাজ হক চৌধুরী
ঢাকা-১৯- আসন ১৯২- মো. জুলহাস
ঢাকা-১- আসন- ১৭৪- সামসুজ্জামান চৌধুরী
ঢাকা-৮-আসন-১৮১ এনামুল নাসির
ঢাকা - ৯- আসন ১৮২- মো. মাহিদুল ইসলাম
ঢাকা - ৫- আসন ১৭৮- মোশারফ হোসেন মিয়া
ঢাকা - ১৮- আসন ১৯১- মিজানুর রহমান
ঢাকা - ১৭ - আসন- ১৯০ অ্যাড. শাহ আলম
ঢাকা - ৭- আসন ১৮০- মোহাম্মদ আফসার উদ্দিন
ফরিদপুর-১ আসন- ২১১- মো. নুরুল ইসলাম সিকদার-
ফরিদপুর-২- আসন- ২১২- সেখ শফিকুল ইসলাম
ফরিদপুর-৩- আসন- ২১৩- মো. দেলোয়ার হোসেন
মাদারীপুর-২ - আসন- ২১৯- ইউসুফ আলী সুমন
গোপালগঞ্জ-৩ আসন ২১৭- এম নিজাম উদ্দিন লস্কর
নরসিংদী-১- আসন- ১৯৯- সুবল ধর
নরসিংদী-২- আসন ২০০ কুতুবুদ্দিন
নরসিংদী - ৩- আসন- ২০১ মিরানা জাফরিন চৌধুরী
নরসিংদী-৪- আসন ২০২ মোশাররফ হোসেন
নরসিংদী-৫- আসন-২০৩ আব্দুর রহিম
গাজীপুর - ২ - আসন ১৯৫- এস.এম.জাহাঙ্গীর আলম
গাজীপুর - ৩ - আসন-১৯৬ মো. আশরাফুল আলম
গাজীপুর-৪- আসন- ১৯৭- মাসুদ চৌধুরী
গাজীপুর-৫- আসন ১৯৮- উর্মি
নারায়নগঞ্জ- ১ আসন- ২০৪- মো. আফাজ উদ্দিন মোল্লা
নারায়নগঞ্জ -৩- আসন- ২০৬- মোহাম্মদ আসলাম হোসাইন
নারায়নগঞ্জ-৪- আসন-২০৭- মো. সেলিম আহমেদ
নারায়নগঞ্জ- ৫- আসন- ২০৮- ছামছুল ইসলাম
সুনামগঞ্জ-১ আসন ২২৪ শাহ নূর আলম
সুনামগঞ্জ - ১- আসন ২২৪ হারিছ মিয়া
সুনামগঞ্জ-৪- আসন- ২২৫- আবুল ফজল মাসউদ
সুনামগঞ্জ-৫- আসন- ২২৮- আবু সালেহ
হবিগঞ্জ-৪- মো. সারাজ মিয়া
বি-বাড়িয়া-৩- আসন- ২৪৫- সোহেল মোল্লা
বি-বাড়িয়া-৪- আসন- ২৪৬ সৈয়দ ইমাম মহসীন
ব্রাহ্মণবাড়িয়া-৫- আসন- ২৪৭- জামাল সরকার
বি-বাড়িয়া-৬- আসন ২৪৮- কবির মিয়া
কুমিল্লা-১- আসন- ২৪৯- মো. জাহাঙ্গীর আলম
কুমিল্লা ২- আসন ২৫০- আব্দুস সালাম
কুমিল্লা-৩- আসন ২৫১- মো. জিয়াউল হক
কুমিল্লা-৪-আসন-২৫২- মোহাম্মদ শফিউল বাদশা
কুমিল্লা-৫- আসন ২৫৩- মো. খাজা বাকী বিল্লাহ
কুমিল্লা-৬- আসন ২৫৩- মোহাম্মদ আব্দুল মজিদ
কুমিল্লা-৭- আসন - ২৫৫- মো. সহিদুল্লাহ
কুমিল্লা - ৮- আসন ২৫৬ মোজাম্মেল হক বশির
কুমিল্লা-১০- মো. জামাল উদ্দিন
চাঁদপুর - ১- আসন- ২৬০- মো. ইয়াছিন চাঁদপুর-২ আসন-২৬১- মনির হোসেন
চাঁদপুর-৩- আসন ২৬২- মালেক মিয়াজী
চাঁদপুর-৪- মো. মকসুদুর রহমান
চাঁদপুর-৫- রফিকুল ইসলাম
ফেনী-১- আসন ২৬৫- মো. মাহতাব উদ্দিন
ফেনী-৩ আসন- ২৬৭- তবারক হোসেন
লক্ষ্মীপুর-৩- মো. ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী
লক্ষ্মীপুর-৪- অ্যাড, সোলেমান হোসেন ইমরান।
চট্টগ্রাম-১- মো. নুরুল করিম আবছার
চট্টগ্রাম- ২ - শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
চট্টগ্রাম- ৩ - নুরুল আনোয়ার হিরন
চট্টগ্রাম-৫- কাজী মহসীন চৌধুরী
চট্টগ্রাম-৬- মো. বেলাল উদ্দিন
চট্টগ্রাম-৭- মো. মোরশেদ আলম
চট্টগ্রাম-৮- কাজী মহসীন চৌধুরী
চট্টগ্রাম-১০- তাজ উদ্দিন
চট্টগ্রাম-১১- মো. মহিউদ্দিন
চট্টগ্রাম-১২- মাওলানা ওমর ফারুক নঈমী
চট্টগ্রাম-১৩- মো. আরিফ মঈনুদ্দীন
চট্টগ্রাম-১৪- সাইফুল ইসলাম সুমন
চট্টগ্রাম-১৫- আব্দুল মান্নান -কক্সবাজার-১- চৌধুরী আফতাব নূর
কক্সবাজার-৩- নূরুল আলম।
এর আগে ৩০০ সংসদীয় আসনে মনোনয়নপত্র বিক্রি করেছিল দলটি। নির্বাচন কমিশনের (ইসি) সদ্য নিবন্ধনপ্রাপ্ত দলটির নির্বাচনী প্রতীক একতারা। এ প্রতীকে বিএসপি নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের সদস্য রাজনৈতিক দলগুলোও নির্বাচন করছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত