আদমদীঘিতে শ্রমিক দলের নতুন কমিটি গঠন
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৫ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৩
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন শ্রমিক দলের ৫১সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সকালে আদমদীঘি উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবু হাসানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন কমিটিতে রুহুল ইসলামকে সান্তাহার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, লুৎফর রহমানকে সহ-সভাপতি, আবু হানিফকে সাধারণ সম্পাদক, রঞ্জু হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিক হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এমদাদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক মইদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলম হোসেন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত