শিবগঞ্জে পুলিশ বক্সের সামনে দুঃসাহসিক ডাকাতি
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ১৫:০২ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১৪:২৪
বগুড়ার শিবগঞ্জে গনেশপুর নামক স্থানে পুলিশ বক্সের সামনে এবং লোহার ব্রিজে পৃথক দুটি স্থানে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১ টায়। এতে ঔষধ কোম্পানির কর্মীরসহ ২ টি মোটরসাইকেল নিয়ে যায় ডাকাতদল।
জানা গেছে উপজেলার মোকামতলা- জয়পুরহাট সড়কের গনেশপুর পুলিশ বক্স সংলগ্ন এলাকায় ডাকাতদল রাস্তার ২টি গাছ কেটে ব্যারিকেট দিয়ে একটি নাইট কোচকে আটকিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এই সময়ে মোটরসাইকেল যোগে একমি ঔষধ কোম্পানীর তফেজ উদ্দিন, সাইফুল ইসলাম যাওয়ার পথে আটকিয়ে পার্শ্ববর্তী জমিতে নিয়ে তাদের হাত পা বেধে রাখে ডাকাতদল। এসময় তাদের কাছে থাকা মোটরসাইকেল ও মোবাইল নিয়ে তারা।
এব্যাপারে একমির ঔষধ কোম্পানীর তফেজ উদ্দিন ও সাইফুল ইসলাম বলেন রাতে মোকামতলা থেকে শিবগঞ্জ ফেরার পথে ডাকাতরা গাছ কেটে ব্যারিকেট দিয়ে একটি নাইট কোচ আটকিয়ে রাখে ডাকতির চেষ্টা চালাচ্ছিলো । ঘন কুয়াশার কারনে আমরা কোন কিছু বুঝার আগেই তারা ১০- ১২ জন এসে আমাদের গাছের সাথে বেঁধে ফেলে মোটরসাইকেল, মোবাইল ও ২০ হাজার টাকা নিয়ে যায় তারা।
অপরদিকে রাত ১০ টায় আটমুল ইউনিয়নে কুড়াহার গ্রামের রেজাউল এর আবদুল্লাহ বাড়ি ফেরার পথে পিরব সড়কের লোহার ব্রিজ এলাকায় পৌছাইলে রাস্তায় ব্যারিকেট দিয়ে আব্দুল্লাহকে মারপিট করে মোটরসাইকেল নিয়ে যায় ডাকতরা।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল হান্নান বলেন গত ৫ আগষ্টের ঘটনার পর থেকে গনেশপুরের পুলিশ বক্সে রাত্রীকালীন পাহাড়ার কোন ব্যবস্থা ছিল না। এখন থেকে রাত্রীকালীন পাহাড়ার ব্যবস্থা জোড়দার করা হবে। তিনি আরো বলেন এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত